নৌবাহিনীতে অগ্নিবীর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৩৬৫টি পদে নিয়োগ করা হবে। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন জমা।
পদ
ভারতীয় নৌবাহিনীর বিজ্ঞপ্তি অনুসারে অগ্নিবীর এসএসআর এবং এমআর-পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদ
মোট শূন্যপদ ১৩৬৫টি। এদের মধ্যে মহিলা প্রার্থী নেওয়া হবে ২৭৩।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ১৭ বছর থেকে ২৩ বছর
আবেদনের শেষ দিন
আবেদনের শেষ তারিখ ১৫ জুন, ২০২৩। এই পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
বেতন
প্রথম বছর বেতন হবে মাসিক ৩০ হাজার টাকা। দ্বিতীয় বছর থেকে বেতন হবে ৩৩ হাজার।
কীভাবে আবেদন
নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in। ওয়েবসাইটে Career and Job-এই বিভাগে যেতে হবে। এরপর ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩-এর বিকল্পে যান। বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্র্রেশন করতে হবে। এরপর আবেদন করতে পারবেন। আবেদন করার পর প্রিন্ট নিন।
শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে অঙ্ক ও পদার্থবিদ্যা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে একটি বিষয় রসায়ন বা জীববিদ্যা বা কম্পিউউটার সায়েন্স থাকতে হবে।