ভারতীয় ডাকবিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৪ মে, ২০২৪। কী কী লাগবে, জেনে নিন।
শূন্যপদ
কর্নাটক সার্কেলে স্টাফ কার ড্রাইভার পদে ২৭জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাস করলেই এই পদে আবেদন করা যাবে। তবে ভারী ও হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে ৩ বছর লাইসেন্স থাকতে হবে। গাড়ি মেরামতি সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আরও ভাল। বিশদে জানতে বিজ্ঞপ্তি ভাল করে জেনে নিন।
বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতেই হবে। সর্বাধিক বয়স হতে পারে ২৭ বছর।
বেতন
যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন হবে ১৯,৯০০ টাকা। সর্বাধিক বেতন ৬৩,২০০ টাকা। সপ্তম পে কমিশনের অধীনে বেতন হবে। এছাড়া অন্য সুবিধাও থাকবে।
কীভাবে আবেদন
আবেদনকারীকে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টে আবেদন করতে হবে। মেল মোটর সার্ভিস, বেঙ্গালুরু-৫৬০০০১-এই ঠিকানায় স্পিড পোস্ট পাঠালেই হবে। আবেদনের শেষ দিন ১৪ মে, ২০২৪।