মাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ । গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাকবিভাগ । আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । কীভাবে আবেদন করবেন, কত বেতন জেনে নিন বিস্তারিত
পদের নাম
স্টাফ কার ড্রাইভার
মোট শূন্যপদ
শূন্যপদ রয়েছে ৭টি
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর । বয়সের ক্ষেত্রে এসসি বা এসটি ও ওবিসি প্রার্থীদের ছাড় রয়েছে
মাসিক বেতন
পে স্কেল অনুযায়ী বেতন হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা
আবেদন পদ্ধতি
ডাকবিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে । তারপর প্রয়োজনে অফলাইনে পূরণকরা আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে । তারপর যাবতীয় ডকুমেন্ট সহ পূরণকরা আবেদনপত্র একটি খামের ভিতর ভরে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে ।
আবেদন ফি
আবেদনকারীরে অনলাইনে ১০০টাকা জমা দিতে হবে
নিয়োগ পদ্ধতি
৮০ নম্বরের লিখিত পরীক্ষা আর ২০ নম্বরের ড্রাইভিং টেস্ট হবে ।
আবেদপত্র পাঠানোর ঠিকানা
Assistant Director(Staff), O/o the Chief Postmaster General, Chhattisgarh Circle, Raipur-492001