উচ্চ মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। এবার নিজের স্কুলে বসেই দেওয়া যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা(HS Examination 2022)। সেজন্য রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। করোনাকালে(Covid) পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের(Higher Secondary Education Departent) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
২০২০ সালে উচ্চ মাধ্যমিকের প্রথম কয়েকটি পরীক্ষার পর শুরু হয় লকডাউন(lockdown)। যার জেরে বাকি পরীক্ষাগুলি বাতিল হয়ে যায়। তারপর টেস্টের নম্বরের ভিত্তিতে ওই বাকি পরীক্ষাগুলির মূল্যায়ণ করা হয়। করোনার(Coronavirus) প্রকোপ বাড়ায় ২০২১ সালে পরীক্ষাই নেওয়া যায়নি। একাদশের নম্বরের ভিত্তিতে হয়েছিল গত বছরের মূল্যায়ণ করতে বাধ্য হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দু'বছর বাদে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসছে পরীক্ষার্থীরা।
আরও পড়ুন- SBI Recruitment 2022 : স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ