মাধ্যমিক পরীক্ষার জেরে পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেনির অ্যাডমিট কার্ড(WB HS Admit Card 2023) সহ অন্যান্য নথি বিতরণের সময়সীমা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, আগামী ১ মার্চের বদলে ৬ মার্চ থেকে মিলবে একাদশ-দ্বাদশের অ্যাডমিট-রেজিস্ট্রেশন কার্ড(WB HS Admit Card 2023)। এদিন সকাল ১১টা থেকে মিলবে অ্যাডমিট কার্ড সহ অন্যান্য নথি।
শুক্রবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ মার্চ থেকে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেনির পড়ুয়ারা নিজেদের অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট(WB HS Admit Card 2023) হাতে পাবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ মার্চের দিনটি ধার্য করা হয়। উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের জেরে মাধ্যমিক পরীক্ষার(Madhyamik Pariksha 2023) দিন পিছিয়ে আনা হয় ১ মার্চ। তার জেরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট(WB HS Admit Card 2023) প্রাপ্তির নয়া দিন ধার্য হয় ৬ মার্চ।
আরও পড়ুন- MP Plane Crash: মধ্যপ্রদেশে বায়ুসেনার মহড়ায় দুর্ঘটনা, মাঝ আকাশে ভেঙে পড়ল সুখোই ৩০-মিরাজ ২০০০
এই নির্দিষ্ট দিনে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের পড়ুয়াদের জন্য অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট(WB HS Admit Card 2023) ইত্যাদি নথিপত্র সংগ্রহ করতে হবে।