Health Department recruitment 2023: রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ, মাসিক বেতন ২২ হাজার

Updated : Jan 23, 2023 15:52
|
Editorji News Desk

রাজ্য স্বাস্থ্য দফতরে (Health Department recruitment 2023 ) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাস করলে এই পদের জন্য আবেদন করা যাবে। 

পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার, হসপিটাল অ্যাটেনডেন্ট এবং স্যানিটারি অ্যাটেনডেন্ট। 

শূন্য পদ- ৬টি

শিক্ষাগত যোগ্যতা- 

ব্লক ডাটা ম্যানেজার পদে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক-সহ এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

হসপিটাল অ্যাটেনডেন্ট পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

স্যানিটারি  অ্যাটেনডেন্ট পদে মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে। এক্ষেত্রেও কাজের দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন
 ব্লক ডাটা ম্যানেজার পদে প্রতি মাসে ২২ হাজার টাকা। বাকি দুটি পদের মাসিক বেতন ১০ হাজার টাকা। 

বয়স
ব্লক ডাটা ম্যানেজার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি দুটি পদে ১৯ বছর থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। 

আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীর অফলাইনে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র-সহ আবেদন জমা করতে হবে।

আরও পড়ুন-  ক্লাস এইট পাশ করলেই নার্সিংয়ের চাকরি, দেখে নিন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

আবেদন ফি
জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা, তফশিলি জাতি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন ফি। 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Office of the CMOH & Secretary, District Health & Family Welfare Samiti, Purba Medinipur, pin-721636

আবেদনের শেষ তারিখ - ৩১ জানুয়ারি ২০২৩। 

jobhealth departmentRecruitment

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি