নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department Recruitment)। দেশের যে কোনও নাগরিকই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
মেডিক্যাল অফিসার
শূন্যপদ
৫৯টি
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে MBBS অথবা সমতুল্য ডিগ্রি পাস করতে হবে। একই সঙ্গে থাকতে হবে এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
মাসিক বেতন
২৪ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়েবসাইট (www.kmcgov.in) গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে নথি-সহ সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।
আরও পড়ুন - কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, মাসিক বেতন ১১ হাজার
ইন্টারভিউয়ের স্থান
Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N Banerjee Road, kol- 700013
ইন্টারভিউয়ের তারিখ
৪ আগস্ট ২০২৩ সকাল ১১.৩০ থেকে ১২.৩০-এর মধ্যে পৌঁছতে হবে।