পশ্চিমবঙ্গের দায়রা আদালতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। ওই আদালতে গ্ৰুপ ডি সহ একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় এবং বাংলার যেকোনও চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পুরুষ-মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত :
পদের নাম : গ্ৰুপ ডি স্টাফ
মোট শূন্যপদ - ২৭টি, এর মধ্যে জেনারেলদের জন্য রয়েছে ১১ টি আসন , SC-৫টি , ST-২টি , OBC-৬টি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৩টি পদ রয়েছে।
বেতন: বিভিন্ন পদের নিরিখে ১৭,০০০ টাকা থেকে ৪৩, ৬০০ টাকা অবধি বেতন দেওয়া হবে
বয়স: ৪০ বছর পর্যন্ত বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তফশিলি জাতির জন্য ৩ এবং তফশিলি উপজাতির জন্য ৫ বছরের ছাড় রয়েছে বয়সে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করতে হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীকে www.uttardinajpurcourtrecruitment2024.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর Apply Online অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন : ২০ অগাস্ট