গ্যাস অথরিটি অফ ইন্ডিয়াতে (GAIL) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নন-এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে সব মিলিয়ে ৩৯১ জনকে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে। ৮ অগাস্ট থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে।
শূন্য়পদ
মোট ৩৯১টি শূন্যপদ আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ফোরম্যান, জুনিয়র সুপারিটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা
জুনিয়র ইঞ্জিনিয়ার- আবেদনের সর্বাধিক বয়স ৪৫। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের সর্বাধিক বয়স ৫৫।
ফোরম্যান- এই পদে আবেদনের সর্বাধিক বয়স ৩৩। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের বয়স ৪৩ বছর।ট
অপারেটর- এই পদেক আবেদনের সর্বাধিক বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে।
আবেদন ফি
এই পদে আবেদনের জন্য ফি লাগবে ৫০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
কীভাবে নিয়োগ
১০০টি প্রশ্ন। ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় ৯০ মিনিট। এই পরীক্ষায় পাস করলে কম্পিউটার টেস্ট হবে। এরপর অপারেটর পোস্টের জন্য শারীরিক সক্ষমতার টেস্টও হবে।
কীভাবে আবেদন
GAIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নথি আপলোড করতে হবে। আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে।