চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় চাকরির দারুণ সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গেইল গ্যাস অর্থাৎ গেইল সংস্থা।
পদের নাম
ফায়ার অ্যান্ড সেফটি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স সহ একাধিক বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ
মোট ১২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন
মাসিক ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা
আবেদন পদ্ধতি
অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদনকারীদের অবশ্যই ইলেকট্রিক্য়াল, ইলেকট্রনিক্স, মেকানিক্য়াল, প্রোডাক্টশন, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। একই সঙ্গে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফি
এই শূন্যপদে আবেদনের জন্য সাধারণ, ওবিসিদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। যদিও তফশিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ
১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।