প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। কলকাতার পাশাপাশি চোখধাঁধানো রেজাল্ট জেলার ছেলেমেয়েদের। এ বছর পরীক্ষা দেয় ১১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। পরীক্ষার ৭৯ দিনের মধ্যেই ফলপ্রকাশ। একনজরে মাধ্যমিকের প্রথম কৃতীরা।
প্রথম
অর্ণব ঘড়াই, প্রাপ্ত নম্বর ৬৯৩, বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র।
রৌনক মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৯৩, বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র।
দ্বিতীয়
কৌশিকী সরকার, প্রাপ্ত নম্বর ৬৯২, মালদার গাজোলের আদর্শবাণী অ্যাকাডেমি হাই স্কুলের ছাত্রী
রৌনক মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৯২, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র
তৃতীয়
অনন্যা দাশগুপ্ত, প্রাপ্ত নম্বর ৬৯১, আসানসোল উমারানি ঘড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের ছাত্রী
দেবশিখা প্রধান, প্রাপ্ত নম্বর ৬৯১,চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ