চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এমপ্লয়ি ট্রেট ইন্সুরেন্স কর্পোরেশন এবং মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট দফতরে চাকরির সুযোগ।
পদের নাম
প্রফেসর
শূন্যপদ
১০৬টি।
শিক্ষাগত যোগ্যতা
ফ্যাকাল্টি পদের জন্য এনএমসি অথবা এমসিআই যোগ্যতা থাকতে হবে। আর সুপার স্পেশালিস্ট পদের জন্য এমবিবিএস ডিগ্রি প্রয়োজন।
মাসিক বেতন
এই পদের মাসিক সর্বনিম্ন বেতন ৭৬ হাজার ৭০০ টাকা।
বয়সসীমা
এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স থাকতে হবে ৬৭ বছর।
আবেদন পদ্ধতি
আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। প্রার্থীকে বায়োডাটা নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছাতে হবে।
আবেদন ফি
তফশিলি জাতি, উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না। সাধারণ প্রার্থীদের ফি ধার্য করা হয়েছে ২২৫ টাকা।
আরও পড়ুন - অ্য়াসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে দক্ষিণ পূর্ব রেলে, মোটা টাকা বেতন
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Academic Block, ESIC Mch, Desula Mia, Alwar (RAJ) 301030
আবেদনের শেষ তারিখ
৪ জুন ২০২৪।