এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জুনিয়র স্কেল স্পেশ্যালিস্ট গ্রেড-II পদে নিয়োগ হবে
মোট ২৮টি শূন্যপদ রয়েছে
আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই 2022
২৬ জুলাইয়ের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫
সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা
অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি লাগবে না
আবেদনপত্র প্রযোজনীয় নথি সহ ডাকে পাঠাতে হবে
খামের উপর লিখতে হবে:
Application for the post of Specialist Gr. II (Jr. Scale)”, for Delhi Region
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Additional Commissioner/Regional Director, ESI Corporation, DDA Complex Cum Office, 3rd & 4th Floor, Rajendra Place, Rajendra Bhawan, New Delhi-110008