এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন বা ESIC গোটা দেশ জুড়ে নিয়োগ করবে প্যারা মেডিকেল স্টাফ (Paramedical Staff), গোটা দেশে মোট ১০৩৮ জনকে নিয়োগ করবে ESIC
মোট শূন্যপদ- গোটা দেশে ১০৩৮ কেবলমাত্র পশ্চিমবঙ্গে ৪২টি আসন খালি।
পদের নাম - ECG Technician, Medical Record Assistant, Junior Radiographer, Social Guide/Social Worker, O.T. Assistant,Pharmacist
বয়স- প্রথম তিনটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। Social Guide/Social Worker এর ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শেষ দুটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ এর মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা - কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
আবেদন পদ্ধতি -অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শুরুর দিন - ১লা অক্টোবর
আবেদনের শেষ দিন - ৩০ অক্টোবর
সাধারণ ক্যাটিগরির পরীক্ষার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। এসটি এসসি দের জন্য ২৫০ টাকা ফি দিতে হবে।
আরও বিস্তারিত জানুন এই লিঙ্কে