ফের রাজ্যে সরকারি চাকরির সুযোগ। এবার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি (DVC Recruitment 2022)। ১০০ জন যোগ্য চাকরিপ্রার্থীকে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড যে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি ও কমিউনিকেশন শাখার স্নাতক ইঞ্জিনিয়ারদের এই পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত যে কোন পদে স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে BE কিংবা B.Tech পাস করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে।
শূন্যপদ
মেকানিক্যাল- ২৭টি
ইলেকট্রিক্যাল-৪৫টি
সিভিল-১৮টি
আইটি - ৫টি
কমিউনিকেশন- ৫টি
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৯ বছর। সংরক্ষিত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে বয়সে কিছু ছাড় পাবেন।
বেতন
এই পদে মাসিক বেতন মিলবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। https://www.dvc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ লাগবে ৩০০ টাকা। SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আরও পড়ুন- পাঁচ বছর পরে টেট, নিরাপত্তায় মোড়া ঝাড়গ্রামের ২১টি পরীক্ষাকেন্দ্র
নিয়োগ প্রক্রিয়া
যোগ্যপ্রার্থীদের গ্রুপ- ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ
৩১শে ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।