ডাক পিওন পদে নিয়োগ করবে দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
মোট শূন্যপদ-
১০২টি শূন্যপদে নিয়োগ করা হবে। তারমধ্যে রয়েছে ওর্ডার্লি এবং ডাক পিওনের পদ।
কতদিন পর্যন্ত আবেদন?
মার্চের ২০ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এবং শেষ তারিখ ১৮ এপ্রিল।
কীভাবে আবেদন করা যাবে?
ইচ্ছুকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। dsssbonline.nic.in ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
আবেদন ফি-
ওই পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য আবেদন ফি ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
ডাক পিওন পদের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। দু চাকা গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীদের সর্বাধিক বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।