ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নিয়োগ প্রক্রিয়া চালু হতে চলেছে। বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া। অন-বোর্ডিং এক্সিকিউটিভ, ফুল-স্ট্যাক ডেভেলপার, সফটওয়্যার টেস্টার, ইউএক্স ডিজাইনার, হেল্পডেস্ক এক্সিকিউটিভ এবং কনসালটেন্ট- প্রোগ্রাম ম্যানেজমেন্ট পদে চলছে নিয়োগ। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
শূন্যপদ-
মোট ১০ টি পদে চলবে নিয়োগ।
অন-বোর্ডিং এক্সিকিউটিভ- ২ টি, ফুল-স্ট্যাক ডেভেলপার- ৩ টি, সফটওয়্যার টেস্টার- ১ টি, ইউএক্স ডিজাইনার- ১টি, হেল্পডেস্ক এক্সিকিউটিভ- ২, কনসালটেন্ট- প্রোগ্রাম ম্যানেজমেন্ট- ১ টি পদ খালি রয়েছে।
নির্বাচন পদ্ধতি-
স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। বয়স, যোগ্যতা, অভিজ্ঞতার ভিত্তিতে স্ক্রিনিং হবে। ক্রিনিং এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
যোগ্যতা-
স্নাতক/ বিটেক বা এমটেক/ এম এস এসসি যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ
বেতন-
মিলবে মোটা টাকার বেতন৷ ন্যূনতন ৩৫ হাজার থেকে সর্বাধিক ৬০ হাজার অবধি মিলবে বেতন।
অন্যান্য বিশদ তথ্য জানতে এই লিঙ্কে ক্লিক করুন।