করোনার প্রকোপ একটু কমতেই রাজ্যের হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু হয়েছে। নীল রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে (NRSMC) ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ চলছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
Data Entry Operator Recruitment in NRS: শূন্যপদ
১ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে
Data Entry Operator Recruitment in NRS: নিয়োগের স্থান
কলকাতা, পশ্চিমবঙ্গ
Data Entry Operator Recruitment in NRS: শিক্ষাগত যোগ্যতা
NRSMC-র অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ও স্নাতক করতে হবে।
Data Entry Operator Recruitment in NRS: বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
Data Entry Operator Recruitment in NRS: আবেদন ফি
এই পদে আবেদনের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না।
Data Entry Operator Recruitment in NRS: আবেদন পদ্ধতি
ই-মেলের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা সব প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নিম্নোক্ত ই-মেল আইডিতে পাঠাতে পারেন। আবেদনপত্র পাঠাতে হবে- nrsrtdicmr@gmail.com
Data Entry Operator Recruitment in NRS: আবেদনের সময়সীমা
২৫ জুলাই অবধি করা যাবে আবেদন।
Data Entry Operator Recruitment in NRS: নির্বাচন পদ্ধতি
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।