CBSE CTET 2022 Notification: ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে ২০২২-এর সেন্ট্রাল টিচার এলিজিবিটি টেস্ট (CTET 2022)। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সেখানে বলা হয়েছে, সিবিটি (CBT) মোডে অনুষ্ঠিত হবে । তবে, পরীক্ষার নির্দিষ্ট তারিখ বা কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে, সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি । এই বিষয়ে খুব শীঘ্রই ctet.nic.in ওয়েবসাইটে সমস্ত নির্দেশিকা দেওয়া হবে ।
শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ডিসেম্বরে ১৬ তম সিটেট হতে চলেছে । পরীক্ষার (CTET 2022 Exam) নির্দিষ্ট দিন অ্যাডমিট কার্ডে জানানো হবে । দেশজুড়ে মোট ২০ টি ভাষায় পরীক্ষা হবে বলে জানানো হয়েছে । এছাড়া, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন, গুরুত্বপূর্ণ তারিখ সব বিশদে জানিয়ে দেওয়া হবে ।
আরও পড়ুন, Indian Railway Job Vacancy 2022: মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, ১৬৫৯টি শূন্যপদ ঘোষণা ভারতীয় রেলের
জেনারেল/অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের জন্য আবেদন ফি ১,০০০ টাকা । প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য আবেদন ফি বাবদ ১,২০০ টাকা দিতে হবে । তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের জন্য আবেদন ফি ৫০০ টাকা। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য আবেদন ফি বাবদ ৬০০ টাকা ।
প্রতি বছর দু'বার সিটেট-এর আয়োজন করে সিবিএসই । প্রথম পরীক্ষা জুলাই মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় । পেপার ওয়ানে সফল প্রার্থীরা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হয় । পেপার-২-এর সফল প্রার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের যোগ্য ।
এর আগে সিটেট ডিসেম্বর ২০২১ পরীক্ষায় দু'টি পেপার মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন । এর মধ্যে ৬ লাখ ৬৫ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী পাশ করেছিলেন ।