চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যাঁরা সিআরপিএফের চাকরির জন্য মুখিয়ে থাকেন, তাঁদের জন্য বিরাট সুযোগ। কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিআরপিএফের ওয়েবসাইট crpf.gov.in – এ গিয়ে আবেদন করতে হবে।
CRPF Recruitment 2023: শূন্যপদ-
মোট ৯ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
CRPF Recruitment 2023: বেতন-
মাসিক বেতন মিলবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
CRPF Recruitment 2023: পরীক্ষা সূচি-
চলতি বছরের ১-১৩ জুলাই অবধি এই নিয়োগের পরীক্ষা চলবে।
CRPF Recruitment 2023: নির্বাচন প্রক্রিয়া-
অনলাইন সিবিটি টেস্ট, ফিজিকাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ট্রেড টেস্ট, মেডিক্যাল টেস্টের পর তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট।
CRPF Recruitment 2023: তারিখ-
আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল।