বিজেপির পর এবার বাগুইআটি কাণ্ডে পথে বামেরা। বুধবার বাগুইআটির তেঘরিয়ায় ভিআইপি রোড অবরোধ সিপিআইএম-এর। তাঁদের দাবি, অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে। পাশাপাশি, মিছিল থেকে বাগুইআটি থানার আইসির পদত্যাগের দাবিও তোলেন বাম কর্মী-সমর্থকরা। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব।
বাগুইআটির দুই ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী (Satyendra Chowdhury) এখনও ফেরার। এদিকে, পুলিশি জেরায় সব (Baguiati Students Murder) দোষ স্বীকার করে নিয়েছেন অন্যতম অভিযুক্ত অভিজিৎ বসু । মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি বিশ্বজিৎ ঘোষ। সেখানে তিনি জানিয়েছেন, দীর্ঘক্ষণ পুলিশি জেরায় ভেঙে পড়েছিল অভিজিৎ এবং কীভাবে এই কাণ্ড তারা ঘটিয়েছিল, তাও জানিয়েছে।
উল্লেখ্য, বুধবার বাগুইআটি থানায় বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাগুইআটি থানায় অবস্থানে বসেন তাঁরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁদের এই অবস্থান বলেও জানান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।