রাজ্যে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন অনলাইনেই। শিক্ষাগত যোগ্যতা, বেতন সহ অন্যান্য তথ্য রইল বিশদে।
পদের নাম- টাইপিস্ট, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা - ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। এছাড়া কিছু পদের ক্ষেত্রে চাই উচ্চমাধ্যমিক পাশ সার্টিফিকেট। কম্পিউটারে জ্ঞান থাকা বাঞ্চনীয় এছাড়া কাউন্সিলর পদের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Psychology -এ Graduate সহ কম্পিউটার এবং ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
বেতন- সমস্ত পদের ক্ষেত্রে বেতন ১৩,৫০০ টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৩ তারিখের ভিত্তিতে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে৷
আবেদনের শেষ তারিখ- ২ মার্চ, ২০২৩
আবেদন পদ্ধতি- https://paschimbardhaman.gov.in/ থেকে আবেদন পত্র ডাউনলোড করে নির্দিষ্ট Address-এ প্রয়োজনীয় ডকুমেন্ট সহ মেইল করতে হবে।