রাজ্যে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলকে নির্দেশকে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার কলকাতা হাই কোর্টে এই ব্যাপারে আবেদন করা হয়েছে। এই মামলার শুনানি হতে পারে মঙ্গলবার। গত সপ্তাহে রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছিলেন, এই ব্যাপারে তাঁরা আদালতে যাবেন।
গত শুক্রবার রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গোটা প্রক্রিয়ায় সক্রিয় ছিল দালাল চক্র। এমনকী, তাদের দিয়েই এই চাকরি সংগঠিত করেছিলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ওই দিনই পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, ওই ৩৬ হাজার শিক্ষকের চাকরি রাখার দায়িত্ব তাঁদের।
এদিন কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়। আদালত সূত্রে খবর, মঙ্গলবারই এই চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।