সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পুলিশ বাহিনী (CAPF)তে ৮৪,৪০৫টি পদে লোক নেওয়া হবে বলে জানানো হয়। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় যে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে CAPF এবং অসম রাইফেলসের সমস্ত খালি পদ পূর্ণ করা হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পদগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের শেষ পর্যন্ত এই পদগুলিতে নিয়োগ চলবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করেছেন।
জানা গিয়েছে, সবথেকে বেশি খালি পদ রয়েছে সিআরপিএফে। মোট ২৭ হাজার ৫১০টি। বিএসএফে রয়েছে ২৩ হাজার ৪৩৫টি খালি পদ। সিআইএসএফ পদে খালি রয়েছে ১১ হাজার ৭৬৫টি পদ। এসএসবিতে রয়েছে ১১ হাজার ১৪৩টি পদ। অসম রাইফেলসে ৬ হাজার ৪৪টি খালি পদ। আইটিবিপিতে রয়েছে ৪ হাজার ৭৬২টি খালি পদ।