চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের এই দফতরে আবেদন করতে পারবেন এই রাজ্যের আবেদনকারীরাও। আবেদনের জন্য কী কী লাগবে। জেনে নিন বিশদে।
পদ
ERO ও ক্যাটারিং পদে নিয়োগ করা হবে
শূন্যপদ
মোট ৪টি পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। স্নাতক স্তর, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বি-টেক পাস করা থাকতে হবে আবেদনকারীকে। স্নাতকস্তরেও ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
বেতন
এই পদে কর্মীদের ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। মাসিক বেতন হবে ৭০ হাজার টাকা।
বয়সসীমা
আবেদনকারীর সর্বাধিক বয়স ২ জুন, ২০২৪ সালের মধ্যে হতে হবে ৩৫ বছর।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করতে হবে। পোর্টালে লগ ইন করতে হবে। তারপর নথি আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট করতে হবে।