চাকরি প্রার্থীদের জন্য বড় খবর৷ নিয়োগ চলছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) কনস্টেবল (Constable) এবং এইচসি (HC) পদে। ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। অনলাইনেই করা যাবে আবেদন। জেনে নিন বিশদে।
আবেদনের শেষ দিন- ৬ ই মার্চের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনেই করা যাবে আবেদন।
শূন্যপদ- ২৬ টি শূন্যপদে চলবে নিয়োগ। কনস্টেবল পদের জন্য ৮ টি এবং এইচসি পদের জন্য ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভেটেরিনারি এইচসি প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে, এছাড়াও কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট হিসেবে ন্যূনতম এক বছরের কোর্স এবং কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল পদের জন্য দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রেও লাগবে কাজের অভিজ্ঞতা।
বেতন- লেভেল ৪-এ এইচসি পদের বেতন ২৫ থেকে ৮১ হাজার টাকা পর্যন্ত। লেভেল ৩ কনস্টেবল পদের বেতন ২১ হাজার ৭০০ থেকে ৬৯,১০০ পর্যন্ত৷