মাধ্যমিকে(Madhyamik result 2022) তৃতীয়। রেজাল্ট বেরোতেই উচ্ছ্বাসে ভেসেছেন পরিবারের বাকিরা। এই আনন্দের দিনেও চোখধাঁধানো সাফল্যের কারিগর কিন্তু সংযত। কোনওভাবেই উচ্ছ্বাসে ভেসে নিজের আগামী লক্ষ থেকে বিচ্যুত হতে রাজি নয় অনন্যা। আসানসোলের অনন্যা দাশগুপ্ত (3rd rank holder in Madhyamik 2022) এবার ৬৯১ পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এখন তার দু'চোখে শুধুই এগিয়ে যাওয়ার স্বপ্ন।
কীভাবে এই অসাধ্যসাধন করল অনন্যা? আসানসোল(Asansol News) উমারানি গার্লসের ছাত্রীর কথায়, প্রায় সারাদিনই বইকে সঙ্গী করে দিন কেটেছে তার। আগামীতেও যাতে এই ধারা অক্ষুণ্ণ থাকে, তার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানায় সে। সেক্ষেত্রে মাধ্যমিকের এই সাফল্যকে একটা দৃষ্টান্ত হিসেবেই সামনে রাখতে চাইছে অনন্যা।
আরও পড়ুন- Madhyamik Result 2022: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, একনজরে মাধ্যমিকের প্রথম তিন
করোনাকালে দীর্ঘ দু'বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল স্কুল। কিন্তু তাতেও মনসংযোগে চিড় ধরাতে পারেনি আসানসোলের(3rd rank holder in Madhyamik 2022) এই কৃতী ছাত্রীর। করোনাকালে যখন প্রায় সবাই অনিশ্চয়তায় ভুগছে, তখন অনন্যা বইকে সঙ্গী করেই কাটিয়ে এসেছে অতিমারিকালীন অনিশ্চয়তা। এখন আবার সব স্বাভাবিক হয়েছে। তাই আগামীর জন্য আরও বেশি করে নিজেকে গড়েপিটে নিতে চায় আসানসোল তথা বাংলার গর্ব অনন্যা।