এয়ারপোর্টে চাকরির ইচ্ছা থাকে অনেকেরই। এবার তাঁদের জন্যই সুখবর দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। জুনিয়র এগজিকিউটিভ(Junior Executive) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
AAI Recruitment 2022: শূন্যপদ-
মোট ৫৯৬টি শূন্যপদ রয়েছে।
AAI Recruitment 2022: যোগ্যতা-
আবেদনকারীদের ২০২০-২২ সালের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে। শুধু তাই নয়, জিএটিই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।
AAI Recruitment 2022: বয়সসীমা-
আবেদনকারীর সর্বোচ্চ বয়স হবে ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে নির্দিষ্ট ছাড় রয়েছে।
AAI Recruitment 2022: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা। তবে এসসি-এসটি-পিডব্লুডি-মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না।
AAI Recruitment 2022: আবেদন পদ্ধতি-
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ‘Careers’ ট্যাবে ক্লিক করতে হবে। পরবর্তীতে ‘RECRUITMENT OF EXECUTIVES THROUGH GATE’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নম্বর-সহ আবেদনের লিঙ্কটি খুলতে হবে। প্রয়োজনীয় নথি ও শংসাপত্র, তথ্য-সহ আবেনপত্রটি পূরণ করতে হবে প্রার্থীদের। নির্দিষ্ট ফি দিয়ে আবেদনের ফর্ম জমা দিতে হবে। চাইলে প্রার্থীরা ফর্মের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
AAI Recruitment 2022: নিয়োগের স্থান-
দেশের বিভিন্ন প্রান্তে হবে নিয়োগ।
AAI Recruitment 2022: আবেদনের তারিখ-
২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।