এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ। মোট ৬৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ১০ জানুয়ারি, ২০২৪-এ শুরু হবে আবেদন পদ্ধতি। কতদিন করা যাবে আবেদন, কী কী লাগবে, বিশদে জেনে নিন।
শূন্যপদ
মোট ৬৪টি শূন্যপদ আছে বিভিন্ন পদের জন্য। ফায়ার সার্ভিসের সিনিয়র অ্য়াসিস্ট্যান্ট পদের জন্য ৪৩টি শূন্যপদ আছে।
বয়সসীমা
১৮-৩০ বছরের মধ্যে আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি
এই পদে আবেদনের জন্য আগ্রহীদের ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে। মহিলা, সংরক্ষিত শ্রেণিদের জন্য আবেদন ফি দিতে হবে না।
আবেদন জমা দেওয়ার শেষ দিন
১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
কীভাবে আবেদন
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনেই আবেদন জমা করতে হবে। পূর্ব ভারতের একাধিক রাজ্যে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে।