এয়ার ইন্ডিয়ার এয়ার ট্রান্সফোর্স সার্ভিস লিমিটেডে নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে। ভারত তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে৷
পদের নাম ও শূন্যপদ:
ডেপুটি অফিসার, শূন্যপদ ৪ টি
জুনিয়র অফিসার টেকনিক্যাল, ২ টি শূন্যপদ
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ১৬ টি শূন্যপদ
র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, শূন্যপদ ১৮ টি- ছাড়াও একাধিক পদে যোগ্য প্রার্থী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে একাধিক পদে। এছাড়া কিছুক্ষেত্রে ডিপ্লোমা থাকাও আবশ্যিক।
বেতন-
ডেপুটি অফিসার পদের বেতন ৩২,৩০০ টাকা। বাকি পদ গুলির জন্য মাসের শেষে মিলবে প্রায় ২৫ হাজার টাকার কাছাকাছি।
বয়স- ২৮ এর মধ্যে হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ৩রা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত।
ইন্টারভিউ স্থান- Hotel Adi Plot no. 05, Near Indian Oil Petrol pump Airport Road Nagpur, 440025
আবেদন পদ্ধতি- ইচ্ছুক ব্যক্তিরা সমস্ত ডকুমেন্ট সহ একটি মুখবন্ধ খাম নিয়ে সঠিক স্থানে পৌঁছে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন।