দেশের প্রসিদ্ধ বিমান সংস্থায় নিয়োগ। এয়ার ইন্ডিয়া সম্প্রতি রাজ্যে ক্রু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় এই বিমান সংস্থায় কেবিন ক্রু এবং বিমান সেবিকা নিয়োগ করা হবে। সরাসরি এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
পদের নাম - Cabin Crew, কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০% নম্বর নিয়ে দ্বাদশ বা সমতুল্য পাশ হতে হবে। বিমান পরিষেবা সম্পর্কে জানাবোঝা থাকতে হবে। ফ্লাইং ডিউটি মেনে চলার জন্য শারীরিক ক্ষমতারও মাপকাঠি পরীক্ষা করা হবে।
বয়স- বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে।
Rahul Gandhi on Parliament: 'মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে বিজেপি', অনাস্থা বিতর্কে তোপ রাহুল গান্ধীর
আবেদন পদ্ধতি- এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://career44.sapsf.com/careers?company=airindiali
এই লিংকে প্রার্থীদের ইমেইল আইডি, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সাইটে আপলোড করতে হবে।
আবেদনের শেষ দিন - ১৮ অগাস্ট ,২০২৩
ইন্টারভিউয়ের স্থান- Holiday Inn , Near City Centre , Kolkata -36