অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেনে নিন নিয়োগ সম্পর্কে বিস্তারিত।
পদের নাম - Senior Resident/Demonstrator
শূন্যপদ- ৫২৮ টি , জেনারেল এবং সংরক্ষিতদের জন্য এর মধ্যে ভাগ রয়েছে
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেলের সংশ্লিষ্ট ডিগ্রি, রেসিডেন্সি স্কিম অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে এমডি/ এমএস/ ডিএনবি থাকতে হবে।
বেতন- বেতন প্রায় ১৯০০০ টাকা থেকে ৫৬, ১০০ টাকা
বয়স- বয়স হতে হবে ৪৫ এর মধ্যে, সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে
আবেদন মূল্য- জেনারেলদের এককালীন ৩০০০ টাকা এবং তপশীলি প্রার্থীদের ২৪০০ টাকা লাগবে
নিয়োগ পদ্ধতি- যোগ্য প্রার্থীদের CBT পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইংরেজিতে হবে পরীক্ষা থাকবে ৮০টি MCQ.
সময়- ১০ টা থেকে ১১.৩০
আবেদনের শেষ তারিখ- ২৮ জুন
পরীক্ষার দিন- ১৫ জুলাই