এবছর উচ্চ মাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের অদিশা দেবশর্মা। আদিশা জানিয়েছেন তিনি ভবিষ্যতে পথশিশুদের নিয়ে কাজ করতে চান।
আদিশার এই অভাবনীয় সাফল্যে এখন খুশির হাওয়া তাঁর বাড়ি ও স্কুলে। ফল প্রকাশের পর ইতিমধ্যেই আত্মীয়স্বজন ও পরিচিতরা এসে ভিড় করছেন দিনহাটার দেবশর্মা পরিবারের বাড়িতে। আদিশাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। বাড়িতে ভিড় করছেন সাংবাদিকরাও।
Higher Secondary Result 2022:উচ্চ মাধ্যমিকে পাশের হারে মেয়েরা টেক্কা দিল ছেলেদের
আদিশাও খুশি তাঁর এই সাফল্য়ে। পরীক্ষায় ভালো করবেন এই বিশ্বাস তারঁ ছিল, কিন্তু একেবারে প্রথম হবেন এতটাও তিনি আশা করেননি বলে জানিয়েছেন।
ফল প্রকাশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, প্রাইভেট টিউশন বাদে দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা সে পড়াশোনা করতেন তিনি। তাঁর ৯ জন শিক্ষিকা ছিল। জীবনের অন্যতম বড় পরীক্ষায় সাফল্যের পর আগামী দিনে আদিশার পরিকল্পনা কী - এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, জীবনে তিনি যেটাই করবেন তা তিনি সৎপথে থেকে করবেন। এছাড়া তিনি জানিয়েছেন, আগামীদিনে পথশিশুদের জন্য কাজ করার ইচ্ছেও রয়েছে তাঁর।