অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মখালি । ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । অনলাইন ও অফলাইন, দু'ভাবেই আবেদন করা যাবে । বেতন, শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি, জেনে নিন বিশদে
পদের নাম
স্ট্রেনোগ্রাফার, ড্রাইভার-I
শূন্যপদ
স্ট্রেনোগ্রাফার- ১
ড্রাইভার-I - ২
বয়সসীমা
স্ট্রেনোগ্রাফার, ড্রাইভার-I-এর পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩০ বছর
যোগ্যতা
স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে । ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভার-I- পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । যে কোনও স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে অষ্টম শ্রেণি পাস করতে হবে ।
বেতন
স্টেনোগ্রাফার - ২৫,৫০০-৮১,১০০
ড্রাইভার-I - ১৮০০০-৫৬,৯০০
নির্বাচন পদ্ধতি
স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্য়মে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে । অন্যদিকে, ড্রাইভিং টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে ড্রাইভার-I পদে নিয়োগ করা হবে ।
আবেদনের শেষ তারিখ
অফলাইনে আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল