এবার ভারতের চিন্তা বাড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অতিমারির ধাক্কা কাটিয়ে উঠলেও এই যুদ্ধের প্রভাবে বড়সড় প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এমনকি, চলতি বছরেই আইএমএফ ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৬.৮ শতাংশে নামিয়ে এনেছে বলেই খবর।
করোনা পর্ব মিটতে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বিশ্ব অর্থনীতি। ঠিক সেই সময়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফের মুখ থুবড়ে পড়েছে সরবরাহ ব্যবস্থা। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। এর উপর আবার চিন-তাইওয়ান উত্তেজনা আলাদা মাত্রা যোগ করেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা আইএমএফের। তবে অর্থনীতিবিদদের একাংশের দাবি, পরবর্তী ত্রৈমাসিকে এই হার আরও কমতে পারে।
আরও পড়ুন- 5G in India: দেশে আসছে ৫ জির ইন্টারনেট পরিষেবা, ঠিক কতটা গতি দেবে, জানেন?