বেশ কয়েকদিন ধরেই সোনার দাম বাড়ছে । সোনায় হাত ছোঁয়াতে পারছেন না ক্রেতারা । তবে, শনিবার বাজার খুলতেই এল সুখবর । একধাক্কায় অনেকটা কমল সোনার দাম । পাশাপাশি দাম কমেছে রুপোরও ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৯০০ টাকা । এদিন ওই পরিমাণ সোনার নতুন দাম হয়েছে ৬৫ হাজার ৭০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ২,০৮০ টাকা কমে হয়েছে ৭১,৬৭০ টাকা ।
সোনার পাশাপাশি রুপোর দরেও বড় পতন । এক কেজি রুপোর বাটের দাম একধাক্কায় ৪,৫০০ টাকা কমে হয়েছে ৯১,৫০০ টাকা ।