চলতি সপ্তাহে টানা দু'দিন দাম কিছুটা কম থাকার পর বুধবার গ্রামে ২০ টাকা দামি হল সোনা। দাম বেড়েছে রুপোরও। গ্রামে ২০ পয়সা বেড়েছে রূপো।
বুধবার, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৬,০৫০ টাকা। সেই হিসেব অনুযায়ী, ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম বর্তমানে ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬১,১৫০ টাকা৷ ২৪ ক্যারেটের ক্ষেত্রে দাম পড়ছে ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, দু'দিন অপরিবর্তিত থাকার পর বুধবার রুপোর দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে। বুধবার ১ কেজি রুপর বাট বিকোচ্ছে ৭৭ হাজার ৬০০ টাকায়।