শনিবারেও দাম বাড়ল সোনার (Gold Price Hike)। এদিন বাজার খুলতেই ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও বেড়েছে ১০০ টাকা। তবে, শনিবার অপরিবর্তিত রয়েছে রুপোর (Silver Price) বাটের দাম।
শনিবার ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম ৫,১৮৫ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫১,৮৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬৫৫ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৫৫০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম ৬৬ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন - গত ১২ বছরের মধ্যে ভারতের পরিষেবা ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি, জানাচ্ছে রিপোর্ট
মার্চের শুরু থেকেই মহার্ঘ্য সোনা। এই নিয়ে পর পর চার দিন দাম সোনার দাম বেড়েছে। ফলে, সোনা কিনতে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের।