সপ্তাহ শেষে খানিক স্বস্তি। শনিবার দাম বেড়েছিল সোনার। স্বস্তি একটাই রবিবার নতুন করে হেরফের হয়নি সোনার দামে। রবিবার কলকাতার বাজারে অপরিবর্তিতই রয়েছে সোনার দাম (Gold Rate)। আগের দিনের মতোই এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫৬,৬৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের দামও রয়েছে একই। রবিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার বাজার দর ৬১,৮০০ টাকা।
একই অবস্থা রুপোর দামের ক্ষেত্রেও। রবিবার কলকাতার বাজারে অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। রবিবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪,৮০০ টাকা।