দীপাবলির দিনেও সোনায় সোহাগা। গত কয়েকদিন ধরেই কমের দিকে সোনার দাম। রবিবারও বাজার খুলতেই ক্রেতাদের স্বস্তি।
দীপাবলির দিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ৪৫০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম কমে দাঁড়িয়েছে ৫৫,৫৫০ টাকা। অন্যদিকে একই ভাবে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ৪৬০ টাকা। অর্থাৎ রবিবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৬০,৬৩০ টাকা।
Narendra Modi: মোদীকে দেখতে ইলেকট্রিকের পোলে উঠলেন তরুণী, দেখতে পেয়ে কী করলেন প্রধানমন্ত্রী?
এদিন রুপোর দামেও বিরাট পতন। এদিন কেজিতে ১০০০ টাকা কমেছে রুপোর দাম। এর নিরিখে এর নতুন দাম যাচ্ছে ৭৩,০০০ টাকা।