দেশের সবচেয়ে বড় স্পেকট্রাম নিলাম শেষ হল সোমবার। এক সপ্তাহ ধরে চলা এই নিলামে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 5G স্পেকট্রামের (5G spectrum auction) রেকর্ড বিক্রি হয়েছে। নিলামে সর্বোচ্চ দর দেয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও। জানা গিয়েছে, নিলামে মোট ১,৫০,১৭৩ কোটি টাকার দর হেঁকেছে জিও (Jio)।
গতবছর হওয়া ৭৭,৮১৫ কোটি টাকার 4G স্পেকট্রাম নিলামেরে চেয়ে প্রায় দ্বিগুণ এবারের 5G স্পেকট্রাম নিলামের অর্থ। 4G-র তুলনায় 5G-তে ১০ গুণ স্পিডে ইন্টারনেট পরিষেবা মিলবে বলে দাবি করা হয়েছে। রিলায়েন্স জিও-এর পরেই 5G স্পেকট্রাম রেডিও ফ্রিকোয়েন্সির জন্য সর্বোচ্চ দর হেঁকেছে ভারতী এয়ারটেল (Bharti Airtel), তারপর এবং ভোডাফোন (Vodafone) আইডিয়া লিমিটেড।
iPhone:গত বছরে আইফোন বিক্রি করে রেকর্ড মুনাফা, অ্যাপল কৃতিত্ব দিচ্ছে ভারতকে
আদানি গ্রুপ একটি বেসরকারি টেলিকম নেটওয়ার্ক স্থাপনের জন্য ২৬ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। তবে কোন সংস্থা কতোটা স্পেকট্রাম কিনেছে তা নিলামের তথ্য সম্পূর্ণ প্রকাশ হওয়ার পরই জানা যাবে।