আগামী ৪ ডিসেম্বর কলকাতায় বিসিসিআইয়ের(BCCI) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। মূলত ২৪টি বিষয়কে এই সভায় আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে। স্বভাবতই, T20 বিশ্বকাপের(World Cup) মঞ্চ থেকে ভারতের লজ্জাজনক প্রস্থান(India's early exit) এই সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে।
এর পাশাপাশি ভারতীয় দলের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে রাহুল দ্রাবিড়কে(Rahul Dravid) বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করাবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী(Sourav Ganguly) এবং সচিব জয় শাহ(Jay Shah)। এই সভায়, ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলির ভবিষ্যৎ(Virat Kohli) নিয়েও আলোচনা হতে পারে।
রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির(National Cricket Academy) প্রধান পদের জন্য বিসিসিআই একজন যোগ্য লোককে খুঁজছে। আর সেখানে তাদের প্রথম পছন্দ ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)।
Virat Kohli: সব ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে ক্রিকেটে মন দিক বিরাট, পরামর্শ আফ্রিদির
বিসিসিআই এনসিএ(NCA) নিয়ে সাধারণ বৈঠকে আপডেট দেবে। এছাড়াও জাতীয় নির্বাচক(National Selector) হিসেবে চেতন শর্মার(Chetan Sharma) চুক্তি নবীকরণের প্রস্তাবও উঠবে এই বৈঠকে।