আজ ২১ ডিসেম্বর, কলকাতা পুরনির্বাচনের গণনা (KMC Election Counting)। সকাল ৮টা থেকে শুরু হল ভোট গণনা। প্রথমে হবে ইডি (ইলেকশন ডিউটি) ভোট গণনা। ইভিএম গণনা তার পর। কমিশন (West Bengal State Election Commission) সূত্রে খবর, দুপুর ২টোর মধ্যেই ফল প্রকাশ হয়ে যেতে পারে।
সব বুথের ইভিএম পৌঁছে গিয়েছে স্ট্রং রুমে। রবিবার থেকে স্ট্রং রুমের Strong Room) নিরাপত্তায় রয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। প্রত্যেক গণনা কেন্দ্রেই সাতটি টেবিলে গণনা হবে। সর্বনিম্ন গণনা হবে ১৩ রাউন্ড এবং সর্বোচ্চ গণনা হবে ১৬ রাউন্ড।
কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে ভোট হয়েছে রবিবার। এই পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। মোট ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭।