অক্সিজেন সংকটের মধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দিল্লি হাইকোর্টের রায় অবমাননা প্রসঙ্গে কর্তাদের বিরুদ্ধে নোটিস স্থগিতের আগে একথা বলল শীর্ষ আদালত। যদিও আগামিকাল সকালের মধ্যে কেন্দ্রকে একটি বিস্তৃত পরিকল্পনা করে সেই সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যাতে দিল্লি ৭০০ মেট্রিক টন অক্সিজেন পেতে পারে। ডিওয়াই চন্দ্রচূড় এবং এম আর শাহ-এর বেঞ্চ এদিন কেন্দ্রকে মুম্বাই মডেল থেকে শিক্ষা নিয়ে দিল্লিকে অক্সিজেনের জোগান দিতে বলে।
কেন্দ্রের তরফে বলা হয় ৫০০ মেট্রিক টন অক্সিজেন দিয়ে দিল্লি এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। যদিও সুপ্রিম কোর্ট বলে, তাদের ৭০০ মেট্রিক টন অক্সিজেন লাগবে এবং দিল্লি এখন যে ৫৫০ টন পাচ্ছে তা এই সমস্যার সমাধান করতে পারবে না।