জাতীয় দলের শিবিরে ছন্দে রয় কৃষ্ণা, স্বস্তি এটিকে-মোহনবাগানে

Updated : Aug 31, 2020 13:53
|
Editorji News Desk

আইএসএল শুরু হতে এখনও প্রায় দু'মাস দেরি৷ তার আগে জাতীয় দলের শিবিরে গা ঘামাচ্ছেন এটিকে-মোহনবাগান তারকা রয় কৃষ্ণা।

ফিজি জাতীয় দলের অধিনায়ক কৃষ্ণা গত মরশুমে ঝড় তুলেছিলেন আইএসএলে। লাল সাদা জার্সিতে তাঁর দাপটে ভর করেই ট্রফি ঘরে তুলেছিল এটিকে। এই বছর অবশ্য রয় খেলবেন এটিকে-মোহনবাগানের সবুজ-মেরুন জার্সিতে। ২১ নভেম্বর থেকে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে আইএসএল শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিদেশি ফুটবলারেরা কবে ভারতে আসবেন, তা এখনও নিশ্চিত নয়।

ফিজির জাতীয় দলের কোচ ফ্লেমিং সেরিৎস্লেভ জানিয়েছেন, অনুশীলনের খুব ভাল ছন্দে রয়েছেন রয় কৃষ্ণা। আইএসএলের পাশাপাশি তাঁর পাখির চোখ ২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড।

Recommended For You