আইএসএলের (ISL) চলতি মরশুমের প্রথম ডার্বি আজ। নিজেদের দ্বিতীয় ম্যাচেই একে অন্যের মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান, চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। খাতায় কলমে বেশ খানিকটা এগিয়ে রয়েছে সবুজ মেরুন শিবির। আন্ডারডগ হিসাবেই মাঠে নামবে লাল হলুদ।
গত মরশুমের দু'টি ডার্বিতেই (Kolkata Derby) এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। এবার কোচ বদল করেছে লাল হলুদ। নতুন কোচ মানোলো ডিয়াজের ভরসা চিমা, পেরিসেভিকের মতো বিদেশি তারকারা। সঙ্গে গোলের নিচে বিশ্বস্ত অরিন্দম ভট্টাচার্য। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও জামশেদপুকে হারাতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।
ISL, East Bengal v ATK Mohun Bagan: রাত পোহালেই মহারণ, ডার্বি-জ্বরে কাঁপছে শহর
এটিকে মোহনবাগানের ভরসা দুর্দান্ত আক্রমণভাগ। রয় কৃষ্ণা, হুগো বুমোস, লিস্টন কোলাসো, মনভীর সিং ঝড় তোলার ক্ষমতা রাখেন যে কোনও দিন। প্রথম ম্যাচে কেরালাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছেন তাঁরা।
তবে ডার্বি সব সময়ই আনপ্রেডিক্টেবল। বাঙালির দু'ভাগ হয়ে যাওয়ার মহাযুদ্ধের জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।