Indian Super League বা ISL-এর প্রথম ম্যাচ খেলতে নামার আগে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির (ATK Mohun Bagan)। শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) হারাতে আন্তোনিও লোপেজ হাবাসের ভরসা গতি, মাঝমাঠ এবং দুরন্ত আক্রমণভাগ।
খাতায় কলমে গত বছরও দারুণ টিম করেছিল কেরালা। কিন্তু সাফল্য আসেনি। এই বছরও তাদের দলে আক্রমণ ও রক্ষণের চমৎকার ভারসাম্য রয়েছে। সেই সঙ্গে রয়েছে শক্তিশালী রিজার্ভ বেঞ্চ।
কিন্তু এটিকে মোহনবাগানের ভরসা কোচ হাবাসের মগজাস্ত্র। আইএসএলে চূড়ান্ত সফল তিনি। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের নিয়ে ঝকঝকে আক্রমণভাগ। একঝাঁক জাতীয় দলের ফুটবলার সমৃদ্ধ রক্ষণ ও মাঝমাঠা তাঁর ভরসা। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে সকাল থেকেই চড়ছে পারদ।