ভারতের (Team India) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) পেসার অ্যান্দ্রে নোকিয়া (Anrich Nortje)। ২৬ ডিসেম্বর বক্সিং ডে থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ (India vs South Africa Test Series)।
২০২১ ক্যালেন্ডার ইয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট পেয়েছেন এই বোলার। পরপর চোট পেয়ে ভারতের বিরুদ্ধে ছিটকে গেলেন তিনি। এবছর ২০.৭৬ গড় সহ পাঁচটি টেস্টে ২৫টি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আন্দ্রে নোকিয়া। দক্ষিণ আফ্রিকা শিবিরে অন্যতম বোলার তিনি।
আরও পড়ুন: অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ২৭৫ রানে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
নোকিয়ার অনুপস্থিতিতে টিমের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা (Kagiso Rabada)। রাবাদা ছাড়াও দক্ষিণ আফ্রিকা টিমে আছেন আরেক পেসার দুয়ানে অলিভার।