বাবার শেষকৃত্য অনুষ্ঠান । কফিনে রাখা রয়েছে বাবার দেহ । আর তার সামনে দাঁড়িয়ে আঁটোসাঁটো পোশাকে ফোটশুট করে চলেছেন কন্যা । এমনকী, ফোটোশুটের ছবি ইনস্টাগ্রামে(Instagram) পোস্ট পর্যন্ত করেছেন এই মডেল । যা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) রীতিমতো ট্রোলড হন তিনি । সমালোচনার ঝড়ে শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করে দেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর ।
আমেরিকায় থাকেন এই মডেল । নাম জেইন রিভেরা(Jayne Rivera) । তিনি মূলত, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর । সম্প্রতি, পিতৃবিয়োগ হয়েছে রিভেরার । তারই শেষকৃত্য অনুষ্ঠান ছিল । কিন্তু, অনুষ্ঠানের দিনই ফোটশুট করলেন রিভেরা । তাও আবার বাবার খোলা কফিনের সামনে । প্রায় ৮টা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন রিভেরা ।
Italy Heavy Rain: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ইতালি
ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করতেই নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় উঠতে শুরু করে । এরপরেই ইনস্টাগ্রাম থেকে প্রথমে পোস্টটি ডিলিট করে দেন রিভেরার । পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করে দেন ।