শুক্রবার তাঁর গুনমুগ্ধ অনুরাগীদের কাঁদিয়ে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সাউথ আফ্রিকার এবি ডি'ভিলিয়ার্স(AB de Villiers)। মিঃ ৩৬০(Mr. 360) নামে পরিচিত এই ক্রিকেটার ট্যুইটারে তাঁর অবসর ঘোষণা করেছেন।
একাধিক ট্যুইটের মাধ্যমে তিনি তাঁর বিদায়বার্তা ঘোষণা করেন। ডি'ভিলিয়ার্স(AB de Villiers) লেখেন, "দাদার সাথে বাগানে খেলা দিয়ে শুরু, তারপর থেকে আমি দুর্দান্ত মজা আর টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গোটা ক্রিকেট সফর উপভোগ করেছি। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর জোরালোভাবে পাচ্ছি না।"
এবি ডি'ভিলিয়ার্স ধন্যবাদ জানিয়েছেন তাঁর কোচ, সতীর্থ, ভারত(India) এবং সাউথ আফ্রিকায়(South Africa) থাকা তাঁর অসংখ্য অনুরাগীদের। পাশাপাশি তাঁকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে(RCB)।
আরও পড়ুন- ISL, ATK Mohun Bagan: আক্রমণে ঝড় তুলে কেরল বধ পাখির চোখ হাবাস বাহিনীর
এই খবরে যথেষ্ট মর্মাহত হয়েছেন তাঁর আরসিবি(RCB) সতীর্থ বিরাট কোহলি(Virat Kohli)। তিনি টুইট করে বলেছেন, তাঁদের এই জুটি শুধু খেলায় নয়, খেলার বাইরেও ছিল এবং তা সারাজীবনের জন্যই থেকে যাবে। এবি ডি'ভিলিয়ার্স(AB de Villiers) আরসিবির(RCB) পক্ষে সর্বকালীন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, যিনি ১৫৬ ম্যাচে মোট ৪,৪৯১ রান করেছেন।